অমানিশায় ছেয়ে আছে মৃত্যুর দুয়ার
কখন যে কে হবে করোনার সওয়ার;
আতঙ্কিত হৃদয়ে পুষে আছি এ ভয়-
যদি তরা ডাক আসে ওপারে যাওয়ার।
দুরু-দুরু কাঁপছে এই বুঝি হল শেষ
আত্মীয় প্রিয়জন সকলেরে করি পেশ;
এখনও মৃত্যুর হুলিয়া হাতে নিয়ে-
ঘাতক ভাইরাস ছেয়ে আছে এ দেশ।
ক্ষমা কর মোরে আরও কর দোয়া
বলিও না পাপী পেল গজবের ছোঁয়া;
যদি না হয় দেখা আর শেষ বেলা-
যখন দেহ লুটিয়ে হবে মাথা নোয়া।