আড়ে-ঠারে কারে বল
ওগো প্রিয়তম;
আমি যে অবর বালা
অবোধের সম।
কথায় সাজালে অলঙ্কার
কাকেরে কুক;
মনেরে ভুলায়ে কেড়েছ
নিশির সুখ।
বিষম জ্বালায় জ্বলছি
বুঝিব কিসে?
তোমার সাজান ঢালায়
প্রেমের বিষে।
আমি যে হারিয়ে নিজেরে
কোথায় খুঁজি;
পারিনা ছাড়িতে কথার
ঝুড়িতে মজি।
বুঝেছি-বুঝেছি তোমায়
এযে ছলনা;
কথায় ভুলিব না আমি
সিধা ললনা।