মনে ধরা যত সাধ শিরে নিয়ে বই,
সবি কি পূরণ হয় ওগো প্রাণ সই?
ঝাঁপি ভরে সাধ গুলো গাদাগাদি করে
ইতি-উতি কত ঘুরি মিটানোর তরে।
কিছু সাধ পিষে যায় মানুষের ভিড়ে,
কিছু সাধ মিশে যায় বিবেকের তীরে;
কিছু সাধ কেঁদে মরে মন-পোড়া বনে
কিছু সাধ জেদে লড়ে অ-শুভ ক্ষণে।
তবু যদি থাকে কিছু সাধে ভরা মন,
তার মাঝে কত বাধা দিবে শত জন।
বর্ণ-ধর্ম বংশ-অংশ বয়সের বাধা,
সাধ তবু মনে থাকে লাগে শুধু ধাঁধা।
পেতে স্বাদ মনো-সাধ যত চেয়ে রই,
ইচ্ছে যত পাবো তত স্বাধীনতা কই?