ছাতারের দল
      বলে অনর্গল-
তুই নিলি ক্যান?
নিজের জন্যে
      সদায় হন্যে
অপরে প্রত্যাখ্যান।

ডালে ডালে
      ঘুরে পালে-
কেউরে দেয় না ছাড়;
অন্যের দায়
      নিজের চায়
বিবেক শূন্য তার।

ছাতারের দল
      ঘোলালে জল
খায় শুধু কাদা;
স্বচ্ছতার স্বাদ
      না পায় উন্মাদ
ভ্রান্ত-নীতির বাধা।

ও তোরা থাম
      মুছিয়ে ঘাম
একটু ধৈর্য ধর;
যা আছে হাতে
      সকলে তাতে
সমান ভাগ কর।

আজ না পেলে
      কাল খেলে
এই যা হল কষ্ট;
আজ তোমার
      কাল আমার
কথা অতীব স্পষ্ট।

মূল্যবান সময়
      অযথা বয়
হানাহানি করে মরে;
যতটুকু পেলে
      যাবেই ফেলে
মরণ জগত পরে।