নদীর কূলে কে বিছালো ধবল তুলোর পাঁজা
জল ডুবানো ছন গোছালির তলানিতে হাজা?
পানকৌড়ি শিকার খোঁজে পানার ফাঁকে-ফাঁকে
মন-ভুলানো শরৎ-ছবি আপন মনেই আঁকে।
নীলাম্বরে ভাসলো ভেলা সাদা সাদা মেঘের
চলছে চলার ছবিখানা ধীর গতি বেগের।
ভাটার টানে মাঝি নৌকায় গুণ বাঁধিয়ে ঘাড়ে
চলছে দূরে কিনার বেঁয়ে আপন মনের তাড়ে।
শান্ত ঝিলে শাপলার কলি ফোটে জলের পরে
কৃষাণ-কন্যা শালুক কুড়ায় দু-আঁজলা ভরে।
পদ্মপাতায় লাফায় ব্যাঙ সাপে ফণা তোলে
শরৎ-বায়ুর মৃদু হাওয়ায় নৃত্যে-তালে দোলে।
শিউলি-পদ্ম-কাশফুলের অনুপম আঘ্রাণে-
গরম-শীতের সন্ধিক্ষণে যৌবন আনে প্রাণে।