ঐহিক ঝিলে ফোটেছে কমল
নয়ন-চকোর মনে;
শঙ্কায় দোদুল্য ভাবনা যদি
নাগে খায় পদ্মবনে।
সরোবরে ভিজবে বসন
পদতলে লাগবে কাদা;
চোরা-গোঁজ, ভাঙা-শামুক
ও জলৌকার বাঁধা।
প্রলুব্ধ মনে শঙ্কা জাগে বুকে
দুরুদুরু লাগে ভয়;
লভিতে কমলিনীর স্বাদ কি-
পাবো করিতে জয়?
অতৃপ্ত স্বরূপ ক্ষান্ত, আছে-
কমল কাঁটার জ্বালা;
বিনা ক্লেশে পেত যদি হস্তে
সাজি কমল-ডালা।
বুকের লালিত আশায়
ভোগে জোটে না কমল;
নির্দ্বিধ ঝিলে সাঁতার দিলে
তবেই শুঁকি পরিমল।