সব মানুষে বলে, তোমার লেখাপড়া কত?
কোন বিচারে বল, তুমি পাশ দিয়াছ অত।
শিক্ষা-সনদ হাতে নিয়া করছ অনেক গর্ব
বিএ এমএ বিদেশ ডিগ্রি পাশ দিয়াছ সর্ব।
বিশ্ব মাঝে জ্ঞান-কোষের একটি লব্ধ-খণ্ড
শিক্ষা নিয়ে মহাজ্ঞানীর ভাণ করিলে চণ্ড
যত বড় পাশ করিলে ক্ষুদ্র বিষয়ের ক্ষুদ্র
একবিন্দু জান তুমি হ’তে জ্ঞানের সমুদ্র।
অণু হতে পরমাণুর শিক্ষা নিয়ে বিশেষজ্ঞ
মৌলের কর্মকাণ্ডে নিত্য ঘটাও মহাযজ্ঞ।
ভাবছ কি? হারছ তুমি মস্ত ভাণ্ড হ’তে
তুলে নিচ্ছ একরত্তির শিক্ষা-সনদ খাতে।
প্রকৃতির পাঠশালাতে হও যদি-গো ছাত্র
নিসর্গ ভালবাসায় হবে জ্ঞানের সুপাত্র।
দিব্যজ্ঞানের সনদে আলোকদ্যুতি ছড়ায়ে
সুখ-শান্তি-শিক্ষাতে দিবে জগৎ ভরায়ে।