দ্রুত লয়ে চলে
সময়ের গাড়ি,
পেছনে ফেলে স্মৃতি;
কোনো-টি ভুলে যাই
আবার কোনো-টি
জাগায় প্রীতি।
কোনো-টি
ভুলে যাওয়ার চেষ্টায়
কত ইতিউতি চাই;
কোনো-টি
বার-বার মনে করে
সুখের অনুভূতি পাই।
সময় খুবই নিষ্ঠুর
অসময়ে থাকেনা যে পাশে;
দীর্ঘায়ত সময়ের তরে
শুভকাজে পাওয়ার আশে।
প্রতীক্ষার সময় কাটে না
আড়ি বেঁধে সামনে দাড়ায়;
হাজার বছরও যে কম-
প্রতীক্ষার সময় বেড়ে যায়।
সুসময়ের গাড়িতে
সজন চলে
হাসি-খুশি মনে;
অসময়ের গাড়িতে
কুজন হাসে
দুরাচারী খল বনে ।