তুমি সহজ কথা কও
কেমনে সহজ করে?
         সহজ কথায় যায়রে
         সহজে হৃদয় ভরে।

অধিক কথায় বাঁচাল
আর অল্পে হই তুষ্ট;
         মুখের কথা কঠিন হলে-
         লোকে কয় দুষ্ট।

কঠিন করে বলার মাঝে
নেইরে আত্মগর্ব;
         কোমল মনের সরল কথা
         দেখে খুঁজে সর্ব।

সহজ কথা সহজ নয়,
নরম ফুলের ঘাত;
         হৃদয় মাঝে আলতো বিঁধে
         হয়রে রক্তপাত।