অতৃপ্ত জীবনের সাধ না মিটিল,
বেলা বয়ে যায়;
সময় চলে যায়,
শুধু শুধু চলে যায়।
আগামীর তরে বেঁধেছি বুক,
এবেলায় নিয়ে কষ্ট;
যদি পাই সুখ, চিত্তের ভোগ
করেছি নষ্ট।
শুধু হাহাকার, অতৃপ্ততার
কতটুকু ফিরে পেলাম?
দিয়েছি যা, পেয়েছি কি-তা
যত দিলাম?
হৃদয়ের বাসনা, লোলুপ রসনা
ভোগে জল ঝরে;
এই বুঝি মিটে, ভাগ্যে লুটে
জীবনের তরে।
তবু কি পাই? উড়ালে ছাই
হারানো সেই দিন;
হয়না পাওয়া, সবুরে মেওয়া
ফলানো কঠিন।