(১)

রমজানের ঐ চাঁদ উঠেছে রাখবো রোজা কাল;
তারাবীহ পড়বো সেহরি খাব ইফতারিতে ঝাল।
গ্রীষ্মকালের তৃষ্ণায়-
রোজাদারের বুক ফেটে যায়;
ইমানী জোর কমেনি তবু শক্তিশালী ঢাল।

(২)

এসো আমার বাড়ী হে রোজাদার,
এসো সাজিয়ে রেখেছি ইফতার;
নিরম্বু অভুক্ত তুমি
সিয়াম সাধনে নামি
কর-গো সওয়াবের ভাগীদার।