হায় রোহিঙ্গা! হায় রোহিঙ্গা!!
মাতম উঠে বিশ্বজুড়ে;
পাষাণ সীমার কাটছে শির
আগুন দিয়ে দেহ পুড়ে।
ফোরাত বইছে নাফ নদিতে
রক্তের বন্যায় ভাসছে;
নব্য ইয়াজিদ সু-চি তবু
মুসলিম মেরে হাসছে।
রাখাইনের কারবালাতে
আগুন জ্বলছে মংদো;
নারী-পুরুষ-শিশু-বুড়োর
লাশ পোড়ানোর গন্ধ।
কত হোসেন শির হারালো
কত শহীদ আসগর;
সাকিনায় সব হারালো
আপন দেশ হলো পর।
নাফ নদীর ফোরাতে
কত লাশ ভাসেরে;
ছেলে হারা স্বামী হারা
করুণ সুর আসেরে।
ক্ষুধা আর তৃষ্ণায়
মরে কাশিম-আকবর;
ইয়াজিদ-সীমারের
পরাজয় হবেই তোর।
কোথায় সেই দুলদুল-
কোথায় আছ জয়নাল?
শাণ দাও তরবারি
সাজিয়ে নাও ঈমানি ঢাল।
মরতেই যদি হয়
বীরের মতোই মরবি;
অন্যায়-অত্যাচার
পায়ে ঠেলেই লড়বি।
রক্তে ভাসে ফোরাত নদী
এবার ভাসবে নাফ;
বে-বিচারী সীমার-সুচি
করবো না-রে মাফ।