প্রতিবাদীর কণ্ঠ কর্কশ বটে
বেয়াদব-রুক্ষ সর্বত্রই রটে;
অধিকারে সোচ্চার যদিও হয়
অভদ্র তকমা পাওয়ার ভয়;
শোষকের সাথে বচসায় ঘটে।
মিনমিনে স্বভাবে বুদ্ধির হাঁড়ি
প্রভুর চরণে হয়ে অনুচারী-
শাকে ঢেকে খায় সে কৈ-মাছ ভাজা;
ভিতরে-বাহিরে লুটে নেয় মজা
ভোগের অধিকার শুধু তারই।
শাসক তার অজ্ঞতা ঢেকে নিজে
মিষ্টভাষীর কাছে উপায় খুঁজে;
সাজানো কথায় মজে হরদম।
কাজের কাজী যে কথা বলে কম
অবান্তর মিঠে কথা কয় না লাজে।