মসজিদ ভেঙে মন্দির কর
মন্দির ভেঙে মসজিদ;
ধর্মের হৃদয়ে আঘাত দিয়ে
দেবীরে মাগো প্রসীদ।
মসজিদে আরাধক স্মরিল খোদা
মন্দিরে পুজো দেবী;
দেবতার কৃপা মাগো তুমি
এঁকে দেবতার ছবি?
অহিংস মনে জীবেরে প্রেম
বাড়ায় সাম্য ও শান্তি;
সকল ধর্মে যদিও এক তবে
জনমনে কেন বিভ্রান্তি।
ঈশ্বর-প্রভু-বগবান ভেবে যদি
মানো নিয়ত বিধান;
সেই স্রষ্টার অনুকম্পা পেতে
সিধা পথ কর সন্ধান।
মন্দিরে নেই কে বলেছে
স্রষ্টা থাকে শুধু মসজিদে?
থাকেনা স্রষ্টা যাচনালয়ে,
থাকে শুধু যাচকের হৃদে।
সিধা পথ যদি সন্ধান কর
তবে কেন হানা-হানি?
পথের মাঝে পথরোধ করে
পথে কর টানা-টানি।
মসজিদ ভাঙো মন্দির ভাঙো
স্রষ্টারে ভাঙো কোথা;
তোমার স্রষ্টা তোমাকেই ত্যাজে
সৃষ্টিরে দিলে ব্যাথা।
আপন সৃষ্টিরে ভালবেসে প্রভু
দিয়েছেন জ্ঞানে ভরে;
সে খর্ব-জ্ঞানে বিচার কর
প্রভু থাকবে কোন ঘরে।