তুমি চলে যাবে, আমি ভুলবো কেমন করে?
একটি বছর রয়েছিলে আমার ছোট্ট ঘরে।।
কত স্মৃতি কত কথা
কত সুখ কত ব্যথা;
তিলে তিলে দিয়ে গেলে, শুধু আমার তরে।।
দিন যায় কথা থাকে
স্মৃতি গুলো বারে ডাকে;
এসেছিলে এক বুক আশা নিয়ে আমার ‘পরে।।
কথা দিলে সুখী হবো
সরা বছর খুশি রবো;
চাওয়া-পাওয়ার খতিয়ান নিরাশায় গেল ভরে।।
যা দিলে তবু মোরে
ভালবাসার বাহুডোরে;
আর হারাতে চাই না তা বেদনার বালুচরে।।