অমঙ্গল নয় বনের বাঘ, নয় কোন জীব
ঢাক-ঢোল পিটিয়ে তাড়াতে চাও তারে।
মঙ্গলামঙ্গল ফলিবে যা বিশ্ব-চরাচরে-
বিধাতার ইশারায় আসিবে ক্ষণ পার্থিব।
অশুভ তাড়ানোর ব্যগ্রতায় এ শোভাযাত্রা
মননে বেঁধেছ অফুরন্ত সুখের অভিলাষ।
পাইতে ক্ষণিক তৃপ্তি, চলছে স্বার্থের ত্রাস
যতটুকু সকলে চায়, বাঁধনি তার মাত্রা।
মঙ্গল শোভাযাত্রায় বাহারি প্রতিকৃতি যত
নিষ্প্রাণ-নির্বোধ সবই পরম-ব্রহ্মার কাছে।
আপন শক্তি কোথা পাবে, সে কিবা আছে?
সকল শক্তির আদি যে তার কাছে নত।
সময়ের ক্ষণ নয় ধ্রুব স্থান-কাল ভেদে
হয়নি শুরু অথবা শেষ বছরের সীমায়।
পহেলা-নব যা-ই বলি, এ শুধু কল্পনায়
নিজেদের গুছিয়ে নিই সময়ের ব্যবচ্ছেদে।