আজ হৃদয় আমার নেচে উঠে তোমার আগমনে;
এসো-এসো, এসো ত্বরা, এসো নিরজনে।
দিন কাটে না, যায় না চলে, যায় না কেন রাত?
কাল বিহানে উঠবে সুরুজ, কি-যে খুশির বাত!
নতুন বছর, নতুন দিনের নতুন-নতুন আশা;
তোমার মাঝে খোঁজে পাবো সুখ-স্বর্গে ঠাসা।
দুঃখ-পীড়ায় কাতর মনে অতীত হল পার;
গেল সালের মতো কষ্ট দিয়ো নাকো আর।
ভুল-ভ্রান্তি যত ছিল হবে না আর পুনঃ
কারও মনে কষ্ট পেলে মনে নিয়ো না কোন।
গেছে যা চলেই যাবে, ভুলে যেয়ো সবই
পুরনো সব ভাল নিয়ে উঠুক নতুন রবি।
এসো নতুন, এসো মঙ্গল, এসো খুশির বছর
অশুভ কে ধুয়ে নিয়ো-হে কালবৈশাখী ঝড়।