লোনাজলে জিওল মাছ বাঁচিবারে চেষ্টা;
হায়দরী হাঁকে মিটে-নারে অন্তিম তেষ্টা।
বাক্-বাতুলতায় শ্রোতা ভীমরতি খায়!
শত অলঙ্কৃত তবুও আস্তাকুঁড়ে বিকায়।
দু’হস্তের অঙ্গুলি ভূষিত সুলেমানী পাথর;
শৌখিন পোষাকে ছিটায়ে সুগন্ধি আতর।
মুণ্ডিত শিরে: আবৃত করি নিষ্পাপ টুপি;
কুকর্ম অবিরত সারি নিভৃতে চুপি-চুপি।
অনাবৃত তৃণে লুকিয়ে মুণ্ডু অদৃশ্য ভেবে-
শশক-তুল্য ভাবনাতে ব্যাঘ্র কেড়ে নেবে।
অতিলোভে হিতাহিত ভুলি অন্যায়-বোধ;
লঙ্ঘিত সীমা জাগ্রত নিঃস্ব করিবে রোধ।