মানুষ কেন হারিয়ে যায়?
হারালে কেউ মনে রাখে না।
মায়ার বাঁধনে বাঁধা হায়
চোখের আড়ালে খোঁজে না।
সতীর্থ ভেবে জড়ায়ে ক্ষণ
বলি, ভুলবো কেমনে তারে?
মোহ কেটে যায় যখন
স্বার্থ ফুরলে দেখি না-রে।
চোখের আড়াল হলেই-
যদি, মনের আড়াল হয়।
কাছের মানুষ ম’লেই
তারে ভুলে যাবে নিশ্চয়।
একদিন দুইদিন পর
খোঁজা-খুঁজির ছেড়ে হাল।
যে আত্মা ছেড়েছে ঘর
থাকুক সে হয়েই আড়াল।