ঘরপোড়া গরু আমি
সিঁদুরে ভয় পাই;
যতই আশা দাও তুমি
বুকে সাহস নাই।
পাঁজর-পোড়া হৃদয়ে
আছে কি আর সাধ?
থাকি শুধু ভয়ে-ভয়ে
যদি হয় অপরাধ।
অথই ভালবাসা বুকে
তুমি যে অনুরাগী;
কামনার তীক্ষ্ণ চাবুকে
করেছ ক্ষত-দাগি।
সিঁদুর রাঙা গোধূলী
নাইরে বাকী বেলা;
পশরা ঘুচিয়ে তুলি
সাঙ্গ হলে মেলা।