শুনেছি সেই হুংকার
বজ্রকন্ঠে স্বাধীনতার ওঙ্কার;
রেসকোর্সের লাখ-জনতার
সাজ-সাজ রব ঝঙ্কার।
রাজপথে দেখেছি
স্বাধীনতাকামীর অগ্নিচূর্ণ মিছিল;
কল-কারখানায় অফিসে
বহিছে অসহযোগ অনিল।
দেখেছি আমি
পঁচিশে মার্চের হায়েনার বর্বরতা;
ঘুমন্ত বাঙালী হত্যা ও
নির্যাতনের পৈচাশিকতা।
শুনেছি ২৬ মার্চের
স্বাধীনতার দ্ব্যর্থহীন ঘোষণা;
ঝাঁপিয়ে পড়েছি অস্ত্র হাতে
স্বাধিকারের প্রেষণা।
লড়েছি পথে-প্রান্তরে
জীবন দিয়েছি দ্বিধাহীন;
সম্ভ্রম হারা মায়ের আকুতি
শুনেছি যুদ্ধকালীন।
ত্রিশ লক্ষ শহীদের রক্ত
দিয়েছে মায়ের সম্মান;
অনুগ্রহ নয়, যুদ্ধ করেছি
তবেই গেয়েছি জয়গান।