বিধিবদ্ধ অনুশাসন যে-বা খণ্ডন করে-
লাগামহীন জীবনাচার শুধু ভোগের তরে;
নরাধম মূর্খ সে-যে খণ্ডিত জ্ঞান লভি
সৃষ্ট স্রষ্টারে অকর্মণ্য-অসার করে দাবি।
সবজান্তা বিশ্ব জ্ঞানী হাঁকেন গর্ব-ভরে।
কর্মেন্দ্রিয়-জ্ঞানেন্দ্রিয়-অন্তরিন্দ্রিয় সবই
তীক্ষ্ণ-ধারে বিচার কর হে অনুভাবী;
জন্মিলে জন্ম-দাতার অতি ক্ষুদ্র ঘরে-
ধারাবাহিক এলে ধরায় একে’কে পরে
কার পর কে যাবে করতে পার দাবি?
জন্ম যদি হয় কিছু জন্মদাতাও আছে;
সৃষ্টি হলেই কৃপা চাও স্রষ্টার কাছে।