পিকনিক!
আজ পিকনিক, চল দিগ্বিদিক;
          খুশিতে হারাতে
          দুঃখ তাড়াতে সব ঠিক-ঠিক।

মনের জড়তা
হৃদয়ের দৃঢ়তা আজ রবে না;
          সবে মিলেমিশে
          বাধা কিসে বনে কি যাব না?

চল দূরে যাই
মন খুলে গাই একাকার হয়ে বনে;
          সারাদিন বাধাহীন
          ঘুরবো-দেখবো সবে যা চায় মনে।

ক্লান্ত-শ্রান্ত
হবো ক্ষান্ত যখন লাগবে পেটে ক্ষুধা;
          বনের মাটিতে
          ঘাসের পাটিতে বসে খাব ঐক্য-সুধা।

এসো-এসো
পাশে বসো যা আছে মিলে খাই;
          পিকনিক!
          আজ পিকনিক ও-গো প্রাণের ভাই।