হৃদয় ভাঙা সুরে কাঁপে মন বিরহে;
যত দুঃখ-বেদনা দাও যাবো সহে।
তবুও বলিও না দূর-
বাজায়ে বিদায়ী সুর;
শূন্য বুকে বিষাদের রাগিণী বাজে।
ওগো বন্ধু-
আমার মন যে বসে না কোন কাজে।
চলার পথে চলেছি দু’জনায় একসাথে;
মালা পড়েছি গলে এক সুতায় গেঁথে।
কখনও যাবেনা ছিঁড়ে-
দেওয়া-নেওয়ার ভিড়ে;
ফুল-মালার সুতায় বাঁধা ভাঁজে-ভাঁজে।
ওগো বন্ধু-
আমার মন যে বসে না কোন কাজে।
বহমান নদীর প্রণয়ী স্রোতে ভেসে;
দু’ধার সংগমে মিশেছি পাগল বেশে।
মিলিত স্রোতের ঢেউ-
তালাশ করে না কেউ;
বিলীন হয় কোন অকূল পাথার মাঝে।
ওগো বন্ধু-
আমার মন যে বসে না কোন কাজে।
বিষাদের রাগিনীর বাজিও না বীণ;
ভৈরবীর প্রাত-আসরে ফুরায়ে দিন।
সন্ধ্যায় ভূপালী রাগ-
জ্বলে না-গো চেরাগ;
মালশি পূজায় শ্যামা-সংগীতের মাঝে।
ওগো বন্ধু-
আমার মন যে বসে না কোন কাজে।
(কবিবন্ধু খলিলুর রহমানে ‘‘বিদায় রাগিনী’’ কবিতার আলোকে অনুপ্রাণিত হয়ে রচিত কবিতাটি আসরের সকল কবিবন্ধুদের উৎসর্গ করলাম।)