দুনিয়ার রসায়নাগারে
ঘটছে বিক্রিয়া;
ধর্ম-কুল হারানোর
চলছে প্রক্রিয়া।
জীব-জন্তু গাছপালা
ভিন্ন উপাদান;
স্বভাবজাত স্বতন্ত্রতা
হারায় কুলমান।
মানব-দানব ভ্রূণ
ফুটছে কলি সর্বস্ব;
জাত-বিজাত মিশ্রণে
বিক্রিয়াতে নিঃস্ব।