ভাষার তরে রক্তে রাঙালে একুশে ফেব্রুয়ারি-
সালাম-বরকত-রফিক-জব্বার বাংলার দিশারি।
তোমাদের ত্যাগে বিশ্বের মাঝে মুক্ত কণ্ঠে গাই;
মায়ের কথায় প্রাণ-খোলে কই মনে শান্তি পাই।
অন্য ভাষায় মন ভরে না মায়ের ভাষা খাসা-
পরাধীনতার চাপানো ভাষায় মিটে না গো আশা।
একুশ এসেছে, ফেব্রুয়ারি এসেছে, এসেছে ভাষার মাস
চেতনা এসেছে শহীদের তরে ফুল দিবো একরাশ।
প্রথম প্রহরে নগ্ন পায়ে ধীরে-ধীরে শহীদ মিনারে-
ফুলের অঞ্জলি নিবেদন করি শহীদ বেদীর কিনারে।
চিরঞ্জীবী তোমরা, শহীদ যারা দিয়েছি হৃদয়ে ঠাঁই;
ক্ষুদ্র এই ফুলের ডালা স্মৃতির মিনারে রেখে যাই।
ভাষা শহীদের আত্ম-ত্যাগের এই অনন্য নিদর্শন-
সম্মান দিয়ে রাখবো নির্মল আজ করছি-গো পণ।