আমার পরাণে আর যে নাহি সয়-
দুই চোখে বিষাদের বারি অঝরে যে বয়।
সুখাশায় বাঁধিয়া ছিলাম ঘর;
কি-জানি কারণে বন্ধু হইলো আমার পর।
এই সুখ-বসন্তে দূরে রইল আমার খবর নাহি লয়।
দুই চোখে বিষাদের বারি অঝরে যে বয়।
ফুল ফুটিল ঐ শিমুল ডালে;
পুষ্প-রসে পঙ্খি মজে বসন্তেরই কালে।
বন্ধু নাই মোর হৃদ-কমলে তাই করছে শুধু ভয়।
দুই চোখে বিষাদের বারি অঝরে যে বয়।
ফিরে এসো বন্ধু তুমি হৃদে;
বিরহ কষ্ট-জ্বালা মিটাও মনের খিদে।
সইতে পারিনা ওগো তোমার বুকে দাও আশ্রয়।
দুই চোখে বিষাদের বারি অঝরে যে বয়।