ত্রিপঞ্চাশৎ বসন্ত এলো
কি-বা রাখি খবর?
চুপিচুপি লুকিয়ে যাক,
না হোক আড়ম্বর।
কৃষ্ণপক্ষের ক্ষয়িষ্ণু চাঁদে
আসে অমাবস্যা;
শুক্লপক্ষের আগমনীতে
নিত্য তপস্যা।
আমার আমি ক্ষয়ে গেছি
ভাঙা হাটের মচ্ছ;
সময় যত গড়ায় তত
পাকছে কেশ গুচ্ছ।
তবুও তোমরা কাছে টান
নিরেট ভালবেসে;
জন্মদিনের শুভেচ্ছা দিই
শুকনো একটু হেসে।