নির্মোহ ভালবাসায় ভরালে ভুবন
স্বর্গীয় সুখানুভূতি পাবে;
            ভোগের স্বার্থভরা বিস্তৃত ভালবাসা
            নরকের যন্ত্রণায় রবে।

দৈহিক সম্ভোগ আত্মারে করেছে ক্ষীণ
নিগূঢ় ভালবাসা বিনা;
            আত্মিক মিলন ঘটে ত্যাগ সাধনায়
            কামুকদেহ করে ঘৃণা।

ভালবাসায়-ভালবাসায় ভরে দাও
চেয়ো না তার প্রতিদান;
            আপন ভালবাসা ফিরে পাবে আপনি
            ভালবাসার গেয়ে জয়গান।

অনাথ-বৃদ্ধ-দুর্বলেরে ভালবাসা দাও
তুলে নাও-গো আপন বুকে;
            প্রকৃতির সৃষ্টিরে দিলে-গো ভালবাসা
            বিশ্ব ভরিবে আনন্দলোকে।