বসন্তের হাওয়া লাগিল আজি গায়ে,
কি-জানি আজ কেন মন উতলায়ে।।
বনের ফুল না ফুটিলেও মনের ফুল ফোটে
চারিপাশে রঙ হারালেও মনের রঙ জোটে।
বসন্তের সুবাস ছড়ায় ফাগুনের বায়ে।।
কি-জানি আজ কেন মন উতলায়ে।।
পহেলা বসন্ত আজি সূর্য উঠা ভোরে।
পক্ষিকুল গান ধরেছে নতুন যত সুরে
পুষ্পকুঞ্জে নেচে-নেচে প্রেমের নূপুর পায়ে।।
কি-জানি আজ কেন মন উতলায়ে।।
বসন্তের হাওয়া আহা কত যে মিঠে
প্রাণে জাগায় রঙ গানের সুর উঠে।
হিয়ার মাঝে স্বর্গীয় অনুভূতি জাগায়ে।।
কি-জানি আজ কেন মন উতলায়ে।।
বাসন্তী রঙের ভাসন্তী উছল মনে
মধুরাতে ঘুরে-ফিরে মাধবী পানে।
আজি বসন্তের মুকুলিত শাখা দোলায়ে।।
কি-জানি কেন মন শুধু উতলায়ে।।