অ-মা, মা-গো; ‘মা’ কি-যে মধুর ডাক!
আমার মুখের প্রথম বুলি ডাকি বাকুম-বাক্।
ইস্-মা! ব্যথা পেয়ে আমি যখন কাঁদি:
ঈষত্ পরশেই ভুলি দুঃখ, তুমি থাক যদি।
উছল মনে খুশি বহে মায়ের হাসির তরে
ঊষর ভূমি সরস হয়- মা ডাক যদি ঝরে।
ঋণী হয়ে জন্ম নিলাম তোমার বুকে থাকি
এ-মায়েরই মুখের ভাষায় শত্রুনাশে হাঁকি।
ঐ শোনা যায় মন ভুলানো মাতৃভাষার গান
ও-গো আমার বাংলাভূমি বাংলা আমার প্রাণ।
ঔপম্য আর কি আছে? তুমিই সবার সেরা-
কথায় কথায় মাতৃভাষা চলে না তুমি ছাড়া।