হৃদয়ের বন্ধনে বাঁধিলে অন্তরে টুটে না কভু
বিনি সুতার রজ্জুখানি মমতায় গড়িলে প্রভু।
উদ্দাম আবেগে জড়ায় নিজেরে ক্ষণস্থায়ী
ভালবাসার নিরন্তর আবেগ হয় অনুদ্বায়ী।
অসীম বিশ্বের সসীম ধরায় হয়েছি অতিথি
জড়ায়ে রইবো মোরা ছড়ায়ে প্রেম ও প্রীতি।
কাব্য রচিব মোরা ইতিহাস যে কবে কথা
অনুভবের ভাবনায় গড়াবো যে শত কবিতা।
কবিতার আসরে যত কবিবন্ধু হয়ে পরস্পর
ভালবাসার বাঁধনে বাধিয়া ভরাবো কাব্যঘর।
(প্রিয় কবি রুনা লায়লার ‘আত্মার আত্মীয়’ কবিতায় উদ্বুদ্ধ হয়ে উক্ত কবিতাটি লিখলাম। এবং কবি রুনা লায়লাকে উৎসর্গ করলাম।)