নিশীথ রাতে কবিতা না-কি মুক্তাকাশে বিচরণ করে;
হিমেল হাওয়ায় হানা দেয় রাত জাগা আবেগী হৃদে।
রাত যত গভীর হয়, তত অশরীরী ভর করে-
সময়ে-অসময়ে পাগলের প্রলাপ বকে আধো-নিদে।
খেরো-খাতায় ঝর-ঝর করে আছড়ে পড়ে
কবি শুধু শব্দ গুলো মনের মতো করে সাজায়;
যেমন লাল বেনারসি শাড়ি-চুড়ি-গহনায় ভরে
মহাষ্টমীর পূর্ণ যৌবনা অম্বিকা কুমারী পূজায়।
একাগ্রচিত্তে অপেক্ষারত নিস্তব্ধ রাতের প্রহর
ঘুমিয়ে যায় অশুভ কুক পাখির অকুঞ্চিত চোখ;
ঘুমায় না শুধু সুবোধ কবি আর শব্দের বহর-
মৌচাকের কুঠুরি ভরা সঞ্চিত রসের অন্তর্মুখ।