ফেসবুক ফেসবুক
যার মাঝে চায় সুখ;
দিন-রাত চষে ফিরে-
পাতা-পাতা খুঁজে লোক।
ফেসবুক চুক-চুক
গিলে খায় আহাম্মুক;
ভাল-মন্দ না ভেবেই
ক্লিক দেয় উজবুক।
ফেসবুক ভিক্ষুক
লাইক পেতে উন্মুখ;
আজেবাজে পোষ্ট দিয়ে
শেয়ার করার হুজুক।
ফেসবুক টুক-টুক
থাকি বসে উত্-সুক;
ফেইক আইডির ছলে
কেঁদে ভাসে চোখ-মুখ।
ফেসবুক মাশুক
কাছে চায় কামুক;
দিবা-রাতি সব ছেড়ে
ভোগ করে সুখ-সুখ।
ফেসবুক তাক-তুক
যাদুকরের কঞ্চুক;
লোভে ফেলে আশা দিয়ে
নিয়ে নেয় সব টুক।
ফেসবুক সারি-শুক
বলে দেয় সুখ-দুখ;
শুভেচ্ছা ও সান্ত্বনায়
ভরে দেয় সিন্দুক।
ফেসবুক আগন্তুক
দখল করে মুল্লুক;
ভাইরাস হয়ে সে-
ছড়ায়ে যায় চতুর্মুখ।
ফেসবুক জ্বালা-মুখ
ভাবনাতে ভাবুক;
বিবেকের পিঠে মারে
ন্যায়-নীতির চাবুক।
ফেসবুক ভুল-চুক
ধরা খেলে কৌতুক;
আজগুবি খবর দিয়ে
খেলা খেলে মিথ্যুক।
ফেসবুক হিংসুক
স্বার্থে হয় মিশুক;
পর কে আপন করে
আপন হয় কালা-মুখ।
ফেসবুক ধুঁক-ধুঁক,
একটুও নেই সুখ;
অচেনারে বন্ধু করে
সুবিধা যে এই টুক।
ফেসবুক শেষ-লোক
যখন হয় বৈমুখ;
অগত্যা নেটে ঢুকে-
ব্রাউজ করে অহেতুক।
ফেসবুক কল্প-লোক
ঘুরে-ফেরে বহির্লোক;
অকবিরা কবি হয়ে-
শখের বশে লিখে শ্লোক।