তোমাকে খুউব ভালবাসি
না পাই যখন পাশাপাশি
বুকের পাঁজর ভেঙে যায়
হৃদয় আরও কাছে চায়-
ও সখী এসো তুমি, এসো আরও কাছে….!
খুব ভাল লাগে-তুমি যখন বসো পাশে!!
দূরে গেলে চিন-চিন করে
পাশে পেলে মন যায় ভরে
গা’ঘেঁষে বসো আরও লেগে
হেলান দিয়ে আধো-জেগে-
ও তুমি বলো গোপনে, বলো তারও মাঝে….!
খুব ভাল লাগে-তুমি যখন বসো পাশে!!
শুধু তুমি আর আমি বসি
মিষ্টি-মিষ্টি কথা বলি হাসি
একটু মান আর অভিমান
গুন-গুন করে গেয়ে গান-
ও তুমি গাও, আরও ভুলাও আমার আশে….!
খুব ভাল লাগে-তুমি যখন বসো পাশে!!