আপনারে সংযত রাখিতে যদি
ভেঙে যায় ধীরতার বাঁধ;
হৃদয়ের স্থিরতা বিলীন হলেই
রোষানলে পোড়াবে সাধ।
সহিষ্ণুতা আসে নিগূঢ় সাধনে
একাগ্রতা বাড়ায় ধৈর্য্য;
তিলে-তিলে ধন কর আহরণ
সঞ্চয়ে আসিবেই ঐশ্বর্য।
স্থিরত্ব যদি টলে হৃদয়ের বলে
বেসামাল হলে মনের আবেগ;
হাস্যোজ্জল দিবায় নিষ্প্রভ আভায়
ঢেকে দিবে কালো মেঘ।
হিতাহিত জ্ঞান হারায়ে যেন
মন শুধু বলে দাও ধিক্কার;
আপন মতের অমিল হলেই
হই নির্বোধ, দিই তবু চিৎকার।
ক্রোধে বাড়ে প্রতিশোধ-প্রতিহিংসা,
অশান্তি আসে চিত্তে;
সুখ পরিহারি কোপানল জ্বলে
অবিরত অসংযত কু-বৃত্তে।
কিছু রাগ হয় বিরাগ-
অনুরাগিণী হয় বিচ্ছেদে গণিকা
সুপুরুষের কর্মোদ্দীপনা বাড়ায়
সাফল্যের অনুক্রমণিকা।