সময় হারিয়ে যায় অসময়ে
দিন হারায় রাতে;
নতুন দিন আসে, ফিরে আসে
আন্ধার ফুরায় প্রাতে।
যায় দিন যায় ভাল নীরবে
আসে দিন মন্দ;
আগামী ভাল হোক এই ভাবি
গাথি সুখের ছন্দ।
আসরে আছে যত কবি, বলি-
‘হেপি নিউ ইয়ার’;
শুভেচ্ছা রইল সবে জনে-জনে
ভালবাসা কিছু দেয়ার।
পুরাতন নাহি ভুলে যেতে পারি
নতুন কিছু পেয়ে;
বিদায়ীরে ধরে রাখি তার কাছে
ভাল টুকুন নিয়ে।
সময়ের বেড়াজালে বন্দি হয়ে
আসর রয়েছে দূরে;
নতুন বছরে নতুন করে ধরি
বাঁধিব নতুন সুরে।