নন্দিত স্বর্গের অভিবাসী হবো,
নিন্দিত নরকে নয়;
মনস্কামনা সবে করে নিত্য,
বিফল না হতে ভয়।
হৃদয়ে ধারণ করি নিজে পুণ্য,
পর-গ্লানি খুঁজে ফিরি;
মহত্বের মহা-বাণী ফেরি করি,
যেচে বেচি সত্-গিরি।
প্রকাশ্য বন্ধু বটে হই সবার,
ভাবনায় ভাবি অন্য;
নিজ তহবিলে জমা করি সব,
ভাগ না-দিই নগণ্য।
অমন অশোধিত মন পোড়াও
ত্যাগের তপ্ত মরুতে;
ভোগে নহে শান্তি ত্যাগেই সুখ,
যা-ই করো তা শুরুতে।