আমরা দক্ষ-কারিগর
আমরা কাজের আগর;
            আমরা গড়ি দেশ-জাতি
            গ্রাম-বন্দর-নগর।

কৌশলে যন্ত্র চালাই-
সূক্ষ্মতায় করি কাজ;
            সভ্যতার বাহক হয়ে
            বেয়ে উঠি শিখরে আজ।

উন্নয়নের চালিকা শক্তি
উৎপাদনের হাতিয়ার;
            অক্লান্ত শ্রম দিয়ে-
            আমরা খুলি ভাগ্যের দ্বার।

বেকারত্ব দূরীকরণে
কারিগরি শিক্ষা চাই;
            দক্ষতা অর্জন করে-
            বিশ্ব বাজারে করবো ঠাঁই।

কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করণের কবিতাটি দেশের সকল বেকার জনগোষ্ঠির প্রতি উৎসর্গ করলাম।