সোনার দেশে জন্মেছি মা তোমায় ভালবাসি;
তোমার মুখে দেখলে হাসি, আমি হই-গো খুশি।
কি অপরূপ বদন খানি দেখলে প্রাণ জুড়ায়;
মায়া ভরা আদর-সোহাগ আছে যত ছড়ায়।
সেই পরশে লালন কর আঁচল দিয়ে ঢেকে;
ফসলের মাঠে নদীর ঘাটে অঙ্গে সবুজ মেখে-
থরে-থরে সাজায়ে রেখেছ শত রাশি-রাশি ।।
হাজার নদীর জলে ভরা জ্যোত্স্না মাখা রাত;
রূপকথার-ই গল্প-গাঁথায় ফুরিয়ে আসে প্রাতঃ।
শিশির ভরা ঘাসের ডগায় মুক্তোর মতো জ্বলে;
লক্ষ মানিক ঝিলিক দেয় সূর্য উঠার কালে-
বর্ণালী আলোর মেলায় বিলায় ভোরের রশ্মি ।।
গাছে-গাছে পাখি ডাকে ফাগুনেতে কোকিল;
মিষ্টি-মধুর সুরে ভাসে ফুলে-ফুলে রঙিল।
ছয় ঋতুর নানান রঙে ভরা তোমার দেহ;
ভালবাসায় মুগ্ধ থাকি ভুলি না গো কেহ-
সুখে-দুখে তোমার সেবায় আমরা ভক্ত দাসী ।।