(গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত মুখ-থুবড়ে পড়ে থাকা এক রোহিঙ্গা শিশুর সেই হৃদয়বিদারক চিত্রের আলোকে লিখা কবিতাটি সেই মৃত শিশুকে উৎসর্গ করলাম)।
ইস্! কি অমানবিক,
মুখ থুবড়ে পড়ে আছে শিশু;
ওরে পাষাণ, তোর কি-রে
মন বলে নেই কিছু ?
অবোধ শিশুরে লুণ্ঠন করেছো
ধর্মের বেড়াজালে-
শিশুর কি আছে জাত?
ধর্ম বুঝেছে কোন কালে?
মানবতা আজ কর্দমাক্ত
নাফ নদীর লোনা জলে-
গড়াগড়ি যায় রক্তে ভাসে
রোহিঙ্গা মায়ের কোলে।
পুড়ে অঙ্গার, ছেদিত শির,
কর আরও যত কুৎসিত;
আছে যত পন্থা হয়েছ হন্তা,
শিশু নিধনে উল্লসিত।
হায় ধর্ম! হায় মানবতা!!
ধিক তোমায় বিবেক;
যদি থাকে মন, হয়োনা দুশমন
জাগ্রত হও তিলেক।