ঠ্যাট্-ঠ্যাট্-ঠ্যাট,-
টানছে ট্রিগার, ছুটছে বুলেট,
          আকাশ কাঁপায় জেট।
পালায় শত্রু, পালায় দোসর,
          লুটিয়ে পড়ে হেলমেট।
ডান-বাম-ডান,-
সারিসারি চল নওজোয়ান,
          উঁচু শির করে বুক টান।
জীবন বাজি যুদ্ধ করে
          গেয়ে যায় বিজয়ের গান।

এই আমাদের মুক্তিযুদ্ধ,
মুক্তিবাহিনীর স্বাধীনতা সংগ্রাম;
          একাত্তরের দিনলিপিতে
          প্রতিনিয়ত যুদ্ধ করে অবিশ্রাম।

ভুলতে পারিনা, ভোলার নয়,
আজীবন করিব সম্মান;
          হে বীর, বাংলার সূর্য সন্তান,
          স্মরণ করি-গো আবহমান।