তোর নাই-রে ধরম
নাই-রে শরম;
তুই পশুর-ও অধম!
পশুর-ও লজ্জা লাগে
যাতনা মাগে;
তাড়াও তুমি এই যম।
কাকে খায়-না কাক
বাঘে না বাঘ;
শৃগালে না-খায় শৃগাল!
পশুরা থাকে দলবদ্ধ-
শৃঙ্খলে ঐক্যবদ্ধ;
ক্ষুদ্রপ্রাণের পঙ্গপাল।
এই ধরণীর যত প্রাণ
গায় নিজ গান;
বাঁচতে পরম্পরায়!
কত যে জাতের জীব
ধ্বংসের নসিব;
চিরতরে যায় হারায়।
কেমন রে তুই শ্রেষ্ঠ
জীবজগৎ অতিষ্ঠ;
বলিস কেন উত্তম?
মানব জাতির বংশ-
অচিরেই ধ্বংস,
হইলে-রে তুই অধম।