কিছু বিবেক একচোখো পাগলা কুকুরের বিমূর্ত ছায়া
জলাতঙ্কের লালায় ভরা জিভ দিয়ে চাটে মানবতা।
সংখ্যালঘু বলে করে ঘেউ-ঘেউ, বিশেষ ধর্মের মায়া;
নিরপেক্ষতার একচোখো দৃষ্টিতে নিজে সাজে দেবতা।

ভাবে শুধু তুমি মোর, আমি নহে কারও-
দেবো কেন আমি, দাও যত মোরে আরও।

বেড়েছে সলতে খাবে তেল বেশী
ভেঙে দাও তা, ছেঁটে দাও কেশী।

যদি লাগে আঁতে ঘা
দূরে তুই চলে যা।