থামাও তোমার মুসলিম নিধন, বন্ধ কর নির্যাতন;
নৃশংস এই হত্যাকাণ্ডে তোমার গলেনা একটুও মন।
শান্তির পতাকা হাতে নিয়ে অশান্ত যদি কর দেশ
ফেলে দাও এ শান্তির নোবেল, শান্তিই যদি কর শেষ।
বিশ্ব বিবেক জাগ্রত হও, দিগ্-দিগন্তে উঠাও রব;
হিংসা-বিদ্বেষ ভুলে আজ এক হয়ে যাও জাতি সব।
সু-চি তুমি যতই ভাবো দেশটি শুধু তোমার নয়
বৌদ্ধ-ভিক্ষু শুধু থাকবে, অন্য ধর্মে করবে ভয়!
রাখাইনের রোহিঙ্গারা তোমার মতো কি মানুষ নয়?
মানবতা পায়ে পিষিয়ে শান্তিতে নোবেল করবে জয়।
মারছো শিশু, মারছো যিশু- মারছো শত মোহাম্মদ
মারছো গৌতম-করছো খতম, হৃদয়হীনা হচ্ছো বদ।
নির্যাতিতা নারী যারা, হয়েছে সম্ভ্রম হারা বিধবা-
চেয়ে দেখ তোমার অঙ্গেও পড়ছে নাকি সেই থাবা?
ব্যর্থ তুমি রাষ্ট্রনায়ক, ব্যর্থ তোমার গণতন্ত্র-
নোবেল তোমার ছাড়তেই হবে, বিশ্ববাসী উদ্ভ্রান্ত।