অঘ্রাণের পাকা ধানের গুচ্ছ আঁটি,
কৃষাণ মাথায় নিয়ে চলেছে বাটি;
            ঝুনু-ঝুনু বাজে, তালে-তালে নাচে।

কৃষাণী ঢেঁকিতে কোমর দোলায়
ছন্দে-ছন্দে টোকা পড়ছে কুলায়;
            চাউলের গুঁড়ির কাই ফেলে ছাঁচে।

ছেলে-মেয়ের সাথে বসেছে রাতে
কৃষাণীর সাজানো পিঠার পাতে;
            মৌ-মৌ বাসে কৃষাণ মন হারায়।

ভোরের শিশিরে নগ্ন-পায়ের ছোঁয়া
নতুন চালের গরম ভাতের ধোঁয়া
            বাঙালীয়ানার চেতনা পুনঃ ফেরায়।