মনের অথই গাঙের তুমি শ্রেয়সী-
আমি যদি মাঝি, তুমি বৈঠা প্রেয়সী;
হয়েছি যাত্রী বিশ্বাসে বানানো নৌকায়
অবিশ্বাসে সৃষ্ট ঝড়ে বারবার দোল খায়।
মনের আবেগ ঢেলে সাজানো নৌকো মোর
সীমাহীন গন্তব্যে চলেছি মোরা, যাব বহুদূর।
আমার শক্ত হাতে তুমি বৈঠা, বিশ্বাসের তরী
তর-তর করে এগিয়ে যাচ্ছি যাত্রী দু’জন ভরি।
ভঙ্গুর কাঁচের তৈরি নৌকোটি চিকচিক করে উঠি
সামাল-সামাল মাঝি, ঝড়ে ভেঙে হবে কুটি-কুটি।
উর্বশী, ভয় পেয়ো না; ভেঙে যেয়ো না-গো মাঝ পথে
আমার কলিজার টুকরো, তোমারই হৃদয়ের ধন সাথে।
মনে রেখ, বিশ্বাসের তৈরি নৌকো ভাসে আস্থার সাগরে
একটি উপাদান যদি না থাকে, নৌকো ডুবে যাবে অঘোরে।