হেলায় বেলা ফুরালাম আজি
কাজ যে কিছুই হলো না;
করি করি করেও দিনটির
কাজ কিছুই করলাম না।
কত যে কাজ পিছু নিয়েছে
পিছন ফিরে চাইলাম না;
পিছে পড়া কাজ গুলো সব
আমায় ক্ষমা করবে না।
সময়ের কাজ অসময় করে
মাথার বোঝা হয় ভারী;
কাজের পরে কাজ করে
কত কাজ আর করতে পারি?
একটু আরাম করেই যদি
কষ্টের পাহাড় পায় চেতন;
আরামের ‘পর আরাম করে
দেহে পায় কি যতন?
দেহ আমার আরাম বাবু
করি-গো যতই সমাদর;
আরাম বাবু খাবে হারাম
শূন্য যখন র’বে উদর।
তার চেয়ে ভাই খেটে মরি
যদি কিছু করতেই হয়;
কাজে শরীর সুস্থ থাকে
কাজকে কেন করবো ভয়?