এখনো ঘুমিয়ে আছো
তুমি বিছানায় শুয়ে;
ঘুম হতে উঠো জেগে
আঁখি মেলে দেখ চেয়ে।
এসেছি তোমার কাছে
যা কিছু বলার আছে;
চুপি-চুপি বলি কানে
ভুলে যাই যদি পাছে।
চেয়ে দেখ ওগো শুধু
খুলে দেখ আঁখি দুটো;
মনে যদি ব্যথা থাকে
সুখ দেবো এক মুঠো।
উঠো উঠো জেগে উঠো
ভালবাসা বুকে নিয়ে;
চেয়ে দেখ সব ভুলে
রিক্ত আমি সব দিয়ে।