অপূর্ণ বাসনা তুষের অনল সম, জ্বলে ধীরে ধীরে
হৃদয়ের ছেদিত ঘুড়ি যায় ছুটে, চায় ফিরে ফিরে।
হারানোর হুতাশনে ঘূর্ণিবাত-ঘূর্ণিত হয়ে ধ্বংসলীলা
পাড় ভাঙা নদীর ধারে আনমনে খেল পুতুল খেলা।
ঢেউ ভাঙা তটে বালির বাঁধের ভরসা করি-
সৃজনশীল কারুকার্যমণ্ডিত অট্টালিকা তব গড়ি!
ঘসেটি বেগমের প্রাপ্তির হাসি অকাতরে ফুটে;
কুইনাইনের তপ্ত-জ্বালা ভুলে ম্যালেরিয়া টুটে।
এহেন তৃপ্তির মালিশে কি মনোব্যথা নাশে?
অপূর্ণ বাসনা তব বিদ্রূপের দুষ্ট হাসি হাসে!
অগাধ প্রাপ্তির উত্থিত-ফেনা উথলিয়ে নীচে পড়ে
পাইনি পাইনি বলে মনো-বাসনা অঘোরে মরে।
হায় হায় কর যত, বাসনা অপূর্ণ রয় তত বেশী-
অতৃপ্ত মনটারে পোড়াও-জ্বালাও অশান্তি নাও হাসি;
অদগ্ধ-মৃত্তিকার ক্ষণস্থায়ী আবাসে যত শান্তি আসে-
পোড়া প্রস্তরে মার্বেলে গড়া আশা অপূর্ণ রয় ত্রাসে।